পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাউফলের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাউফলের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন - ajkerparibartan.com
পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাউফলের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

3:43 pm , September 15, 2023

নাসির উদ্দিন খান, বাউফল ॥ বাউফলে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ। শুক্রবার বিকেলে বাউফল কাছিপাড়ার লঞ্চ ঘাট থেকে স্প্রীডবোটে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসাইন ও মো. আরিফ হোসেন, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খান প্রমুখ। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙনে যাদের বসত ভিটা বিলীন হয় তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য আ স ম ফিরোজ এমপির আহবানে এখানে এসেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করবে পানি উন্নয়ন বোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে জিও ব্যাগ ফেলে অস্থায়ী কাজ শুরু হবে, নদীর তীঁর রক্ষা বাধেঁরও যতœ ও রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হবার পরামর্শ দেন। সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। তেমনি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, সরকারী-বেসরকারী অসংখ্য স্থাপনা, হাট-বাজার, নদী তীরবর্তী ঘরবাড়ি, মসজিদ ও গাছপালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে নদীরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এছাড়া নদী শাসন ও স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন এলাকায় প্রকল্প গ্রহণ করেও কাজ শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।অচিরেই কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙ্গন রক্ষার কাজ শুরু হবে,আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT