পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে এবাদুল্লাহ মসজিদে ওয়াজ মাহফিল পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে এবাদুল্লাহ মসজিদে ওয়াজ মাহফিল - ajkerparibartan.com
পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে এবাদুল্লাহ মসজিদে ওয়াজ মাহফিল

3:42 pm , September 15, 2023

বিশেষ প্রতিবেদক ॥ পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদ ও ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে জামে এবাদুল্লাহ মসজিদে ৩ দিন ব্যাপী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল শুরু হবে ২৫ সেপ্টেম্বর। বরিশালের মরুব্বিয়ানে দ্বীন আলহাজ হজরত মাওলানা শরফ উদ্দিন বেগের সভাপতিত্বে এ ওয়াজ মাহফিলে মাওলানা খালিদ সাইফুললাহ আইয়ুবী, মুফতি শাহ আহমদ উল্লাহ উজানভী ও মুফতি মাহমুদুল হাসান কাসেমী ছাড়াও সাগরদী আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, বরিশাল পাওয়ার হাউজ মসজিদের খতিব আলহাজ মাওলানা আব্দুল গাফফার এবং কুমিল্লার মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ আল-মুঈন ওয়াজ নসিহত করবেন। জামে এবাদুল্লা মছজিদের খতিব হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ সকল মুমিন মুসলমানকে এ মাহফিলে অংশ গ্রহনের দাওয়াত দিয়েছেন।
এদিকে পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে দেশের অন্যতম বৃহত ধর্মীয় সমাবেশ সহ এবাদত বন্দেগী অনুষ্ঠিত হবে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। এ উপলক্ষে দেশ-বিদেশের বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ান বৃন্দ এ দরবার শরিফে উপস্থিত হয়ে রাতভর এবাদত বন্দেগীতে অংশ নেবেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ দরবার শরিফে ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে এবাদত বন্দেগীর আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে বিশ^ জাকের মঞ্জিল অভিমুখে বাস কাফেলারও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT