লালমোহনে ঘুমন্ত জেলেদের কার্গোর ধাক্কায় ৬ জেলেসহ ট্রলার ডুবি, নিহত ১ লালমোহনে ঘুমন্ত জেলেদের কার্গোর ধাক্কায় ৬ জেলেসহ ট্রলার ডুবি, নিহত ১ - ajkerparibartan.com
লালমোহনে ঘুমন্ত জেলেদের কার্গোর ধাক্কায় ৬ জেলেসহ ট্রলার ডুবি, নিহত ১

3:16 pm , September 14, 2023

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নৌকায় ঘুমন্ত জেলেদের উপর মালবাহী কার্গোর ধাক্কায় ৬ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৫ জেলে জীবিত উদ্ধার হলেও জিহাদ নামে এক জেলের মৃত্যু হয়। বুধবার রাত ৩টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে জিহাদ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সজ্জল বাড়ির শাহজাহান সজ্জলের ছেলে।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, কার্গোর ধাক্কায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ৫ জেলের মধ্যে দেলোয়ার হোসেন, বিল্লাল, হানিফ, মারুফসহ অপর একজন নদীতে পড়ে আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলেরা জানান, তেঁতুলিয়া নদীতে বুধবার রাতে মাছ ধরতে নামেন তারা। এক পর্যায়ে ট্রলারে ঘুমিয়ে পড়ে সকলে। রাত ৩টার দিকে একটি মালবাহী কার্গো তাদের ট্রলারের দিকে ছুটে আসতে দেখে চিৎকার করে ৫জনে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কার্গোটি ট্রলারের ইঞ্জিন রুমে ঘুমিয়ে থাকা জিহাদকেসহ ধাক্কা দিলে ট্রলার ভেঙ্গে ডুবে যায়। এতে তার মৃত্যু হয় বলে উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT