3:16 pm , September 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সহপাঠিদের মারধর করায় বরিশাল জিলা স্কুলের এক ছাত্রকে ১৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়। অভিভাবক ও ছাত্রের ক্ষমা প্রার্থনা করায় সাসপেন্ড করার সিদ্বান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটালে স্কুল থেকে বহিস্কার করার শর্ত দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার স্কুলের নবম শ্রেনীতে। ওই ছাত্র হলো-নবম শ্রেনীর ছাত্র রাফি।
তার মারধরের শিকার একই শ্রেনীর ছাত্র অদ্রি আলম বলেন, সকাল এগারোটার দিকে শ্রেনী কক্ষে তার কাছে টাকা চায় রাফি। এ সময় টাকা নাই জানালে রাফিসহ কয়েকজন তাকে চড় দেয়। এ সময় বাঁধা দিলে রাফি তাকে বেধড়ক মারধর করে। এর আগেও কয়েকদিন রাফি আমাকে সহ অনেক মারধর করেছে। কেউ প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করে রাফি। বৃহস্পতিবার পূনরায় মারধর করার বিষয়টি বাবা মাকে জানানো হয়। তারা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, রাফি খুবই উশৃংখল। শ্রেনী শিক্ষকরা বিষয়টি তাকে জানিয়েছেন। ঘটনায় তাকে পনেরো দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। পরে রাফি ও তার অভিভাবকরা ক্ষমা চেয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার করেছে। তাই সিদ্বান্ত প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করলে তাকে টিসি দেয়া হবে জানিয়েছেন প্রধান শিক্ষক।