সরকারের পতন আর বাংলাদেশকে রক্ষা করা এই দুই এখন এক বিষয় -জোনায়েদ সাকি সরকারের পতন আর বাংলাদেশকে রক্ষা করা এই দুই এখন এক বিষয় -জোনায়েদ সাকি - ajkerparibartan.com
সরকারের পতন আর বাংলাদেশকে রক্ষা করা এই দুই এখন এক বিষয় -জোনায়েদ সাকি

3:13 pm , September 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে বাংলাদেশকে স্বার্বভৌমত্বের দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তারা গত ১৫ বছরে বাংলাদেশ রাষ্ট্রকে একটি দলীয় প্রতিষ্ঠানে পরিনত করেছে। দেশের জনগোষ্ঠীকে বিভক্ত করে, সমস্ত নাগরিকের অধিকার হরন করে দেশকে অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে । তাই বর্তমান সরকারের পতন আর বাংলাদেশকে রক্ষা করা এই দুই এখন এক বিষয়ে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় সাকি আরো বলেন, বর্তমান সরকার তার জমিদারী কায়েমের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইছে। তাই দেশ বাঁচানোর জন্য এখন প্রয়োজন সম্মিলিত সংগ্রাম। ইস্পাত দৃঢ় ঐক্যর মধ্য দিয়েই এবারের সংগ্রাম বিজয়ী হবে।
তিনি আরো বলেন, এবারের সংগ্রাম দেশের প্রধান দুই শক্তির মধ্যকার ক্ষমতার লড়াই নয়। বরং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের মুক্তিকামী মানুষের সংগ্রাম। তাই মুক্তির লক্ষ্য বিরোধী দলের চলমান আন্দোলনে ৩১ দফা কর্মসূচি এই শাসন ব্যবস্থা বদলানোর কর্মসূচি হিসেবে জনগনের সামনে হাজির হয়েছে। এবারের সংগ্রাম স্বাধীনতা আন্দোলনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রাম।
সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু। সঞ্চালনা করেন জেলা কমিটির সম্পাদক ম-লীর সদস্য সাকিবুল ইসলাম সাফিন। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চান, অধ্যাপক আব্দুর রশিদ, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম রাজন, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ বরিশাল বিভাগের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ- সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, সহ- নির্বাহী সমন্বয়কারী জামান কবির, সম্পাদকমন্ডলীর সদস্য ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বরিশালের সাবেক ছাত্রনেতা ও আইনজীবি হিরন কুমার দাস মিঠু ।
আলোচনা সভা শুরুতে গণতন্ত্র মঞ্চ কর্তৃক উত্থাপিত ৩১ দফা পাঠ করেন গণসংহতি আন্দোলন বরিশাল সম্পাদকমন্ডলী সদস্য হাছিব আহমেদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT