3:07 pm , September 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও বরাদ্দকৃত টাকা তসরুপের কারনে করোনা থেকে এই সময়ে সারাদেশে মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিনই মানুষ চিকিৎসা ও ওষুদের অভাবে মারা যাচ্ছে। কোন জবাবদিহিতা নেই। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীতে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনের আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, আলহাজ্ব এবায়েদুল হক চাঁন। আলতাফ চৌধুরী বলেন, সরকারের অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধ করা যাচ্ছেনা।