2:45 pm , September 14, 2023
গৌরনদী প্রতিবেদক ॥ দ্রুত বিচার আইনে বরিশালের গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম সিকদারকে (৬০) বৃহস্পতিবার গৌরনদী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম ওরফে সান্টু ভূঁইয়ার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিএনপি নেতা আবুল কালাম সিকদার ছাড়াও তার ছেলে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কাইফি সিকারদারকে (২২) প্রধান আসামি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম সিকদারের ছেলে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইফি সিকারদার সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (কাইফি সিকদার) ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি ছবি ব্যবহার করে সম্মানহানিকর মন্তব্য পোষ্ট করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাত ৯টায় নিজ বাড়ি থেকে আবুল কালাম সিকদারকে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম ওরফে সান্টু ভূঁইয়া বাদী হয়ে ছাত্রদল নেতা কাইফি সিকদারকে প্রধান আসামি ও তার বাবা আবুল কালাম সিকদারকে ২নং আসামিসহ অজ্ঞতনামা ৫/৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা আবুল কালামকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।