2:45 pm , September 14, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে ফুটবল পেয়েছেন ক্ষুদে শিক্ষার্থী। বুধবার উপজেলার দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই আবেদন করেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী শিশু শিক্ষার্থীকে ফুটবল দিয়েছেন।
জানা গেছে, বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী রাফিন হাওলাদার বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। সেখানে তিনি উল্লেখ করেন , বন্ধুদের নিয়ে খেলার জন্য একটি ফুটবল খুব প্রয়োজন। ফুটবল পাওয়ার জন্য সু-ব্যবস্থা করে দেয়ার জন্য নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন। নিজ হাতে লেখা ওই আবেদন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুটবল তুলে দিয়েছেন ক্ষুদে শিক্ষার্থীকে। ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে।