দীর্ঘ ৮ বছর পর শেবামেক ছাত্রলীগের কর্মী সভা দীর্ঘ ৮ বছর পর শেবামেক ছাত্রলীগের কর্মী সভা - ajkerparibartan.com
দীর্ঘ ৮ বছর পর শেবামেক ছাত্রলীগের কর্মী সভা

2:42 pm , September 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ ৮ বছর পর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় মেডিকেল কলেজের ২ নং গ্যালারীতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক ডাঃ রাহাত আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান ইসলাম মুন্না, উপ-সাংস্কৃতিক সম্পাদক সিথিমা সেন, উপ সমাজসেবা সম্পাদক রিমা আক্তার ডলি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইরতিজা হাসান ফয়সাল প্রমুখ।  কর্মী সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশ বলেন, সারাদেশের ছাত্রলীগের কর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আজ বরিশাল শের ই বাংলা মেডিকেল ছাত্রলীগের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মেধাবী ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।
কর্মী সভার দ্বিতীয় পর্বে উপস্থিত  নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগ কর্মীদের বক্তব্যে শোনেন এবং অচিরে এখানে কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য ২০১৫ সালের ১৯ অক্টোবর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিলো। কিন্তু ওই কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। এরই প্রেক্ষিতে ৩১ অক্টোবর কমিটির কার্যক্রম স্থাগিত ঘোষণা করা হয়। এরপর থেকেই আর নতুন কমিটি গঠন করা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT