2:40 pm , September 14, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে অর্থ আত্মসাতের অভিযোগের গ্রেপ্তার মোবাইল ব্যাংকিং কর্মী লিমন খানের রিমা- শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রিমা- শেষে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। লিমন খানকে গত মঙ্গলবার রিমা-ে নেওয়া হয়েছিলো। লিমন খান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোলচর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং নগদের পরিবেশক জিহাদ দেওয়ানের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। ১ কোটি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে লিমন খানসহ ১০জনকে আসামী করে মুলাদী থানায় মামলা করেন জিহাদ। গত ১১ সেপ্টেম্বর ঢাকার বাড্ডা এলাকা থেকে লিমন খানকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মামলার বাদী জিহাদ দেওয়ান জানান, জিজ্ঞাসাবাদের জন্য লিমন খানকে থানায় নেওয়া হলেও পুলিশ টাকা উদ্ধারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে টাকা উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তা তার পাশের চেয়ারে বসিয়ে আপ্যায়ন করে ‘রিমা-’ এর নামে সময় ক্ষেপন করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কেএম মফিজুর রহমান বলেন, রিমা-ে লিমন খান অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্যগুলো যাচাই করে ২-১ দিনের মধ্যে ফলাফল পাওয়া যেতে পারে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, রিমা- শেষে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বাদীর টাকা উদ্ধারের বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।