ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক - ajkerparibartan.com
ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

3:49 pm , September 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রুপাতলী থেকে ইয়াবা এবং বাবুগঞ্জের মাধবপাশা থেকে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ডিবি ও এয়ারপোর্ট থানার পৃথক দুইটি দল অভিযান করে। আটককৃতরা হলো-ময়মনসিংহের ভালুকা থানার মেদুয়ারী, ইনসান সরকার বাড়ীর মো. রাজীবের স্ত্রী পারভীন বেগম (৩৫) ও বানারীপাড়ার সৈয়দকাঠি ইউপির আফসার হাওলাদারের ছেলে নিলয় হাওলাদার (২৬)। পুলিশ জানিয়েছে, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রূপাতলী মেসার্স ডোষ্ট ট্রেডার্স ফিলিং ষ্টেশন এর বিপরীতে চায়ের দোকানের সামনে থেকে পারভীনকে আটক করে। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অপরদিকের রহমতপুর ব্রীজের দক্ষিন পাশে সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান করে। এ সময় তিন কেজি গাঁজাসহ নিলয়কে আটক করে। পৃথক দুই অভিযানের ঘটনায় কোতয়ালী ও এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT