গণশুনানিতে শিক্ষার্থীসহ ৫ জন কে চিকিৎসা সহায়তা ও হুইলচেয়ার প্রদান গণশুনানিতে শিক্ষার্থীসহ ৫ জন কে চিকিৎসা সহায়তা ও হুইলচেয়ার প্রদান - ajkerparibartan.com
গণশুনানিতে শিক্ষার্থীসহ ৫ জন কে চিকিৎসা সহায়তা ও হুইলচেয়ার প্রদান

3:49 pm , September 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গণশুনানিতে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীসহ ৫ জন কে চিকিৎসা আর্থিক সহায়তা ও হুইল চেয়ার প্রদান করেছেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি চলাকালীন সময়ে এ সহায়তা প্রদান করা হয়। জানা গেছে বরিশাল সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা অসুস্থ দিনমজুর মোঃ নিজাম। নিজামের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন, ২ মেয়ে এক ছেলে। ছেলেটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত আছে। বর্তামানে নিজাম অসুস্থ হওয়ায় সংসারের খরচসহ ছেলের শিক্ষার ব্যয় মেটাতে অক্ষম হয়ে পরেন। এমন পরিস্থিতিতে বুধবার জেলা প্রশাসনের গণশুনানিতে অংশ নিয়ে ছেলের জন্য শিক্ষা সহায়তা চাইলে জেলা প্রশাসক তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি গণশুনানিতে আসা বটতলা পুলিশ লাইন এলাকার রোকেয়া বেগম, নবগ্রাম এলাকার দুলু বেগম ও বৃদ্ধ আবদুল রব নলী চিকিৎসা সহায়তা চাইলে তাদের কে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে একজন দরিদ্র অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অন্যান্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT