পলাশপুরের মাদক বিক্রেতার ৫ বছরের কারাদন্ড পলাশপুরের মাদক বিক্রেতার ৫ বছরের কারাদন্ড - ajkerparibartan.com
পলাশপুরের মাদক বিক্রেতার ৫ বছরের কারাদন্ড

3:47 pm , September 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ইয়াবাসহ আটক মাদক বিক্রেতার ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। রায়ে মামলার অপর আসামীকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষনার সময় দন্ডিত ও খালাস পাওয়া দুই আসামী আদালতে অনুপস্থিত ছিলো। দ-িত আসামী হলো নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের ১৫ নং গলির বাসিন্দা মোহাব্বত আলী হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার।
খালাস পেয়েছেন নগরীর কাউনিয়া পিছনের স্কুল সরদার বাড়ীর বাসিন্দা মন্নান সরদারের ছেলে মাসুদ সরদার।
মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ জানান, ২০১৭ সালের ১৮ নভেম্বর কোতয়ালী মডেল থানার এসআই সমীরন মন্ডলের নেতৃত্বে একটি দল জেলে বাড়ীর পোল সংলগ্ন সুরেন্দ্র নাথ ছাত্রাবাসের সামনে অভিযান করে। এ সময় ২০০ পিস ইয়াবাসহ দ-িত স্বপনকে আটক করা হয়। এ ঘটনায় দুইজনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করেছে এসআই সমীরন মন্ডল। একই থানার এসআই মোস্তাফিজুর রহমান মামলার তদন্ত করে দুই জনকে অভিযুক্ত করে একই বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৮ জনের স্বাক্ষ্য নিয়ে রায় ঘোষনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT