মেহেন্দিগঞ্জ থেকে ৩৩ কেজি গাঁজাসহ আটক ৩ মেহেন্দিগঞ্জ থেকে ৩৩ কেজি গাঁজাসহ আটক ৩ - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জ থেকে ৩৩ কেজি গাঁজাসহ আটক ৩

3:46 pm , September 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে নিয়ে রওনা দেয়া লঞ্চ থেকে ৩৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার বিকেলে মেহেন্দিগঞ্জ লঞ্চঘাটে এ অভিযান করা হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অপর দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহমেদ।
দন্ডিত মাদক বিক্রেতা হলো-আজিজুল হক (৩০)।
অপর দুইজনের মধ্যে আটক জাকির খন্দকার (৪২) কুমিল্লা সদর উপজেলার গাজিপুর গ্রামের মৃত আব্দুল করিম খন্দকারের ছেলে এবং ফারুক মল্লিক (৩৮) বরিশাল সদর উপজেলার সালুকা গ্রামের সমেদ মল্লিকের ছেলে।
জানা গেছে, এমভি পারিজাত লঞ্চ মজু চৌধুরীর হাট থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চটি মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চ ঘাটে পৌছুলে অভিযান করে মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের একটি দল। এ সময় তিনজনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে একজনকে কারাদন্ড দিয়ে দুই জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT