3:44 pm , September 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ চাকুরির প্রলোভনে দুবাই পাচার করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে মামলা করেছে পাচার হওয়া ভুক্তভোগী যুবক। ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলো-সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামের মৃত গজর আলীর ছেলে জাকির হোসেন মন্টু, ঢাকার পুরানা পল্টনের ড্রীম সাকসেস ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও মতিঝিলের মেসার্স দৌলত এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
মামলার বাদী রিপন শরীফ চরকাউয়া নয়ানী এলাকার আসমত আলী শরীফের ছেলে।
মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, একই গ্রামের বাসিন্দা হওয়ায় মন্টুর সাথে রিপনের পূর্ব পরিচয় ছিলো। এর জেরে মন্টু তাকে দুবাইতে ভালো বেতনে চাকুরির প্রলোভন দেয়। তার মাধ্যমে ড্রীম সাকসেস ট্যুরস এন্ড ট্রাভেলসের আনোয়ার হোসেন ও মেসার্স দৌলত এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে পরিচয় হয়। তাদের সাথে ৩০ দিনের মধ্যে দুবাই পাঠানোর চুক্তিতে ৩ লাখ ৬০ হাজার টাকা দেয়া হয়। দুবাইতে প্রতিমাসে এক হাজার ২০০ দেরহাম বেতনে চাকুরি চুক্তিতে গত ১ জুন দুবাইতে যায় রিপন। সেখানে যাওয়ার পর দুবাই শারজায় বাংলাবাজার দালাল বিল্ডিংয়ের একটি কক্ষে নিয়ে আটক করে। আটককারীরা আরো দুই লাখ টাকা দাবি করে নির্যাতন করে। টাকা দিতে পারবে না বলে জানালে বিল্ডিং থেকে তাকে বের করে দেয়। ৪৫ দিন দুবাইয়ের রাস্তা, ফুটপাতে ঘুরে বাড়িতে খবর পাঠিয়েছে। বাড়ী থেকে টাকা পাঠানো ৮০ হাজার পর দিয়ে টিকেট কিনে গত ১৪ আগষ্ট দেশে ফিরেছে। দেশে ফিরে ৪ লাখ ৭০ হাজার টাকা ফেরত চাইলে হুমকি দেয় আসামীরা। তাই আদালতের শরনাপন্ন হয় বাদী রিপন।