মুলাদীতে হাতবোমার বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘর ॥ এলাকায় আতঙ্ক মুলাদীতে হাতবোমার বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘর ॥ এলাকায় আতঙ্ক - ajkerparibartan.com
মুলাদীতে হাতবোমার বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘর ॥ এলাকায় আতঙ্ক

3:43 pm , September 13, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে ফের দুই বাড়িতে গচ্ছিত হাতবোমার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার বাটামারা ইউনিয়নের চরসেলিমপুর গ্রামের কালোন হাওলাদারের বাড়িতে ৮-১০টি হাতবোমার বিস্ফোরণ হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের আফজাল খানের বাড়িতে বালুর স্তুপে রাখা ৪-৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের সময় আশেপাশে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণে কালোন হাওলাদারের রান্নাঘর উড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু এবং মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান হাতবোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সেলিমপু পুলিশ ফাঁড়ির ইনচার্জ রমজান আলী ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরনের আলামত জব্দ করেছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে এবং ৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাটামারা ইউনিয়নের তিন বাড়িতে অর্ধশত হাতবোমার বিস্ফোরণ হয়েছিলো। ওই ঘটনায় বরিশাল জেলা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
উপজেলার চরসেলিমপুর গ্রামের মো. কাদের মীর  জানান, বেলা ১১টার দিকে তাদের এলাকার কালোন হাওলাদারের বাড়িতে পর পর ৮-১০টি হাতবোমার বিস্ফোরণ হয়। এতে কালোন হাওলাদারের রান্নাঘরটি সম্পূর্ণ উড়ে গেছে। পর পর বিস্ফোরণের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তয়কা গ্রামের আবদুল হান্নান জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে ওই গ্রামের আফজাল খানের বাড়িতে ৪-৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। বোমাগুলো বালুর স্তুপ থেকে বিস্ফোরিত হওয়ায় শব্দ কিছুটা কম হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে হাতবোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটায় শব্দ হলেই মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়।
বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু বলেন, বাটামারা ইউনিয়নের ৪টি পক্ষের মধ্যে প্রায় প্রতিরাতেই বোমা হামলা ও সংঘর্ষ হতো। সম্প্রতি থানা পুলিশের মধ্যস্থতায় পক্ষগুলোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বোমা হামলা বন্ধ হয়েছে। তবে আগে তৈরি করা বোমা কেউ গচ্ছিত রাখতে পারে। মঙ্গলবার রাতে এবং বুধবার সেগুলোর বিস্ফোরণ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, শান্তি চুক্তির পর বাটামারা ইউনিয়নে হামলা, সংঘর্ষ বন্ধ রয়েছে। গচ্ছিত হাতবোমা বিস্ফোরণে সাধারণ মানুষেকে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT