বাউফলে গৃহবধূকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় স্বামীর উপর হামলা বাউফলে গৃহবধূকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় স্বামীর উপর হামলা - ajkerparibartan.com
বাউফলে গৃহবধূকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় স্বামীর উপর হামলা

3:41 pm , September 13, 2023

মোঃ নাসির উদ্দিন খান, বাউফল ॥ বাউফল উপজেলায় স্ত্রীকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় স্বামীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্ত.সত্তা স্ত্রীসহ তিনজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধূ লাবনী আক্তার বলেন, বেশ কয়েকদিন ধরে গ্রামের আলম ঢালীর ছেলে বখাটে আল-আমীন ঢালী কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি স্বামীকে প্রতিবাদ করে। এতে তার উপর ক্ষিপ্ত হয়ে আল-আমীন তার বাবা আলম ঢালী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
আল-আমীন ঢালীর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করে বলেন, যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। ঘটনা ঘটেছে একটা জমির দলিল নিয়ে। ওই গৃহবধূর স্বামী সোহেল প্রথমে এসে আমার ঘরে ঢুকে আমার মা ও বাবাকে বেধড়ক মারধর করে। এতে তার মা আহত হয়েছে। স্থানীয়রা চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, মারামারির ঘটনার কথা শুনেছি। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বলতে পারছিনা। বাউফল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে জানতে পেরেছি একটি জমির দলিল নিয়ে ঘটনা ঘটেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT