3:41 pm , September 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে মালয়শিয়া প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ধর্ষিত নারী। বিচারক ইয়ারব হোসেন মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য গৌরনদী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামী হলো-গৌরনদী উপজেলার পশ্চিম সমরসিংহ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ফকিরের ছেলে বাচ্চু ফকির (২৮)।
অভিযোগের বরাতে বেঞ্চসহকারী জানান, মালয়শিয়া প্রবাসীর স্ত্রীর প্রতিবেশি হলেন আসামী বাচ্চু ফকির। গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঘরে প্রবেশ করে। পরে গৃহবধূকে ধর্ষন করে। এ সময় গৃহবধূর চিৎকারে সন্তানের ঘুম ভেঙ্গে গেলে বাচ্চু ফকির পালিয়ে যায়।