3:40 pm , September 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারের পতনের একদফা দাবীতে শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানীতে পুলিশ লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটি। বুধবার বেলা ২টায় বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কাজী বসির উদ্দিন, অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন, অ্যাডভোকেট আজাদ হোসাইন, অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, অ্যাডভোকেট শাহনুর খানম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হুমাউন কবীর মাসুদ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস সহ বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ। এসময় আইনজীবী বক্তরা বলেন, ঢাকায় জাতীয়তাবাদী আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা প্রদান করে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে আইনজীবী সদস্যদের আহত করে এই সরকারের শেষ রক্ষা আওয়ামী পুলিশ বাহিনী রক্ষা করতে পারবে না। জাতীয়তাবাদী আইনজীবীসহ দেশবাসী আজ অবৈধ সরকারের পদত্যাগ এবং একদফা দাবী আদায় করা সহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় না করা পর্যন্ত রাজপথেই থেকে আন্দোলন করে যাবে।