গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু - ajkerparibartan.com
গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

3:53 pm , September 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত ব্যবসায়ী হলো-মো. বেল্লাল মৃধা (৪৮) উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামের সাবেক ইউপি সদস্য মো. হারুন মৃধার ছেলে। স্থানীয় বাসিন্দা নান্না হাওলাদার জানান, বেল্লাল মৃধা বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করতো। বিকেল তিনটার দিকে ঘরের পেছনের গাব গাছের ডাল কাটতে উঠে। এ সময় বেল্লাল পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাখাল বিশ্বাস জানান, বেল্লাল মৃধাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল আহসান জানান, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। এখনই খবর নিচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT