3:51 pm , September 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোমবার কিশোরীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির। মামলার আসামীরা হলেন- বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকার মো. আবদুল্লাহ, তার মা আছমা বেগম, বাবা জাকির সরদার। এছাড়া আরেকজন আসামী হলেন মাসুদ মৃধা। ভূক্তভোগী কিশোরী গৌরনদীর পিঙ্গলকাঠী গ্রামের বাসিন্দা। বাদী মামলায় উল্লেখ করেন, তার মেয়ে ২০২২ সালের ১৮ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। তখন অস্ত্রের ভয় দেখিয়ে মুখ চেপে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আসামী আবদুল্লাহ ওই কিশোরীকে ধর্ষণ করলে সে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। পরে ওই কিশোরী বিয়ে করতে রাজি না হওয়ায় ২০২৩ সালের ৩১ আগস্ট হত্যার উদ্দেশে লাথি মারে এবং মাটিতে ফেলে দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একটি পুত্র সন্তানের জন্ম দেয় ওই কিশোরী।