মাদ্রাসা ছাত্রী কন্যাকে ধর্ষনে বাবার যাবজ্জীবন কারাদন্ড মাদ্রাসা ছাত্রী কন্যাকে ধর্ষনে বাবার যাবজ্জীবন কারাদন্ড - ajkerparibartan.com
মাদ্রাসা ছাত্রী কন্যাকে ধর্ষনে বাবার যাবজ্জীবন কারাদন্ড

3:48 pm , September 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মাদ্রাসার অষ্টম শ্রেনী পড়–য়া কন্যাকে ধর্ষনের দায়ে বাবার যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের একটি আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন কারাদন্ড দেন বলে জানিয়েছেন পিপি এ্যাড. ফয়জুল হক ফয়েজ। দ-িত আব্দুস সালাম খান (৩৮) রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলো। সে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড জাহানারা কাউন্সিলর গলির বাসিন্দা সেলিম খানের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, ২০২০ সালের ২৯ জুলাই দুপুরে খাবারের পর দ-িত সালামের স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে সালাম মাদ্রাসার ছাত্রী কন্যাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষন করে। কন্যার কান্নার শব্দে ঘরে গিয়ে ঘুম ভেঙ্গে গিয়ে স্বামীকে বাঁধা দেয়। তখন স্বামী স্ত্রীকে মারধর করে। পরে দুই কন্যাকেসহ স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে ১ আগষ্ট কাউনিয়া থানায় মামলা করে। কাউনিয়া থানার এসআই সেলিম রেজা ২০২১ সালের ১৫ জুলাই সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৮ জনের স্বাক্ষ্য নিয়ে রায় ঘোষনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT