3:44 pm , September 12, 2023

পরিবর্তন ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে বিআরটিএ বরিশাল সার্কেল অফিসের আয়োজনে সড়ক নিরাপত্তামূলক রোড শো অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১টার দিকে রোড শো অনুষ্ঠিত হয়। এসময় গাড়ি চালকদেরউদ্দেশ্যে মটরযান চালনাকালে ইয়ারফোন, মোবাইল ব্যবহার না করা, মটরযানে ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী মালামাল বহন না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মটরযান না চালানো অনুরোধ জানানো হয়। এছাড়া চলন্ত মটরযানে না ওঠা ও পন্যবাহী মটরযানে যাত্রী হয়ে না ওঠা এবং দৌঁড়ে না ওঠা এবং মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার না হওয়ার অনুরোধ জানানো হয়। পথচারীদের চলাচলে ফুটপাত ব্যবহার করা ও ফুটপাত বিহীন রাস্তার ডান পাশ দিয়ে সাবধানে চলাচল করার আহ্বান করা হয়। সড়ক নিরাপত্তামূলক রোড শোতে উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান, ট্রাফিক কর্মকর্তা মোঃ শাহজাহান, বিআর টি এর বরিশাল সার্কেল অফিসার রোকন উদ্দিন, বিআরটি এর মোটরযান পরিদর্শক সৌরভ সাহা, টিআই সংগ্রাম, গিয়াস উদ্দিন, মোটরযান সহকারী পরিদর্শক আব্দুল সালাম, মটর ড্রাইভিং ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন।