3:48 pm , September 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে বেপরোয়া গতির ক্লিংকারবাহীর কারনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তার পরিবার। সোমবার বেলা ১২টার দিকে পটুয়াখালীর বল্লভপুর মাঝিবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার জানান, কুয়াকাটার একটি আবাসিক হোটেলে রোববার বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন হয়। সম্মেলন শেষে সোমবার সকালে দুইটি বাসে সাংবাদিক ইউনিয়ন সদস্যরা রওনা দেয়। পথিমধ্যে বল্লভপুর মাঝিবাড়ী এলাকায় পৌছুলে বিপরীতগামী প্রিমিয়াম সিমেন্টের ক্লিংকারবাহী লরি বেপরোয়া গতিতে এসে সাংবাদিক ও তার পরিবারের সদস্যবাহী মা এন্টারপ্রাইজের বাসের সামনে আছরে পড়ে। মুখোমুখি এ সংঘর্ষে লরি ও বাসের সামনের অংশ দুমরে-মুচরে গিয়েছে। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে। এতে সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষসহ অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে সাংবাদিক আসলামের স্ত্রীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লরি ও বাস তাদের হেফাজতে নিয়েছে। দুর্ঘটনায় লরি চালকও আহত হয়েছে। তাকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।