ঝালকাঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ ঝালকাঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ - ajkerparibartan.com
ঝালকাঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ

3:17 pm , September 11, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফোরকান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদুর রহমান আজাদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম, সাইদুল, হান্নান, রবিউল আউয়াল, মিঠু মল্লিক, শামীম মৃধা, আলিম, সোহাগ, শহিদুল্লাহ শহিদ, সবুজ আকন ও মাসুম মৃধা প্রমুখ। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং কারা মুক্তির জন্য দোয়া করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT