3:16 pm , September 11, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ধানক্ষেত নষ্ট করা ইদুর মারার জন্য অবৈধভাবে নেয়া বিদ্যুতে প্রান গেছে ব্যবসায়ীর। রোববার রাতে মাছ শিকারে গিয়ে মারা যায় নান্নু ভুইয়া (৫৫)। সে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন সেরাল গ্রামের সেকেন্দার ভূইয়ার ছেলে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন সেরাল গ্রামের সিরাজ মৃধা বোরো ধান ক্ষেতের ইঁদুর মারার জন্য অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়। ওই ক্ষেতের পাশে নান্নু ভূইয়া (৫০) রোববার রাতে মাছ শিকারে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন। সোমবার ভোরে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা নান্নু ভূইয়াকে মৃত অবস্থা মাটি চাপা দেয়ার চেষ্টা চালায়। তখন নান্নুর ভাই হালিম ভূইয়া দেখতে পেয়ে চিৎকার দিলে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা পালিয়ে যায়।
পরিদর্শক মাজাহার আরো জানান, আপাতত জিডিমুলে লাশের ময়না তদন্ত করা হয়েছে। ব্যবসায়ীর পরিবার মামলা করবে বলে জানিয়েছেন।
এদিকে, অবৈধভাবে বিদ্যুত সংযোগ দেয়ার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগৈলঝাড়া জোনাল অফিসের এজিএমকে প্রধান করে করা কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া নির্দেশ দিয়েছেন পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম অসিত কুমার সাহা।