ঝালকাঠিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে মতবিনিময় ঝালকাঠিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে মতবিনিময় - ajkerparibartan.com
ঝালকাঠিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে মতবিনিময়

3:15 pm , September 11, 2023

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ‘জাতীয় স্থানীয় সরকার উপলক্ষে মতবিনিময় করেছেন  জেলা প্রশাসন। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও ডিডিএলজি (অতিরিক্ত দায়িত্ব) লতিফা জান্নাতির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
স্থানীয় সরকা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় গণভবন, ঢাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জন প্রতিনিধিদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনণলয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT