3:14 pm , September 11, 2023

বানারীপাড়া সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ(২৪) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বানারীপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের রায়েরহাট এলাকায়। ইউসুফ টাইলস মিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করতেন। সে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের দক্ষিণ শাখারিয়া গ্রামের মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে। সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় বানারীপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের রায়েরহাট এলাকার সুইজারল্যান্ড প্রবাসী মোঃ সেলিম আহম্মেদ হাফেজের বাসায় টাইলসের কাজ করছিলো ইউসুফ। এ সময় শরীর ভেজা অবস্থায় সে সাইডের পানির মটরপাম্প ছাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদ আলম চৌধুরী জানান, ইউসুফের স্বজনদের দাবির প্রেক্ষিতে মানবিক কারনে পোষ্টমর্টেম ছাড়া তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।