গৃহকর্তাকে কুপিয়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট গৃহকর্তাকে কুপিয়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট - ajkerparibartan.com
গৃহকর্তাকে কুপিয়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট

4:03 pm , September 10, 2023

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন শানু মিয়ার বসতঘরে ডাকাতি হয়েছে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে । এ সময় গৃহকর্তা  নূরে আলম শিপনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে  ডাকাত দল। লুটে নেয়  ২২ ভরি স্বর্ণালংকারসহ নগট টাকা। আহত শিপন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায়  শিপন বাদী হয়ে  বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেছেন। আহত শিপন জানান, রাত আনুমানিক ২ টায় একদল ডাকাতদল তার বসতঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগে ৮ থেকে ১০ জনের ডাকাত দল   তাকে কুপিয়ে ও  পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ডাকাতদল  ঘরে থাকা নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা ও ২২ ভরি স্বর্ণসহ ৩টি স্মার্ট  মোবাইল ফোন  ও বাসার বিভিন্ন মালামাল নিয়ে যায়। রবিবার সকালে  ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার জানান,  থানায় অজ্ঞাত আসামি করে ডাকাতি মামলা হয়েছে।  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT