4:00 pm , September 10, 2023

পরিবর্তন ডেস্ক ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় বরিশাল সদর উপজেলা শ্রমিকদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় শ্রমিকদলের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন। বিশেষ ছিলেন বরিশাল বিভাগীয় শ্রমিকদলের সাধারন সম্পাদক এম.জি ফারুক, জেলা শ্রমিকদলে সভাপতি আব্দুল হক ফরাজী। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। সভা শেষে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। এর পূর্বে দলীয় কার্যালয়ে বরিশাল জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম জনি,সদস্য সচিব কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম।