দেশের উন্নয়নে সাংবাদিকদের বড় অবদান রয়েছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে সাংবাদিকদের বড় অবদান রয়েছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
দেশের উন্নয়নে সাংবাদিকদের বড় অবদান রয়েছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:59 pm , September 10, 2023

কুয়াকাটায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারন সভা
নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের বড় অবদান রয়েছে। কিন্তু জেলা-উপজেলায় সাংবাদিকতার মান খুবই খারাপ। ঢাকা থেকে একটি কার্ড দিয়ে ছেড়ে দিলেই হবে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শেখাতে হবে। মান বাড়লে সাংবাদিকতার উপর মানুষের আস্থা আসবে। গতকাল রোববার বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মনিরুল আলম স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, আফরোজা আক্তার ডিউ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ,  কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক, প্রকাশক-সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT