3:58 pm , September 10, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর মো: আনিছুর রহমান দুলাল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি জন্ডিসেও আক্রান্ত হয়ে হসপাতালে ভর্তি হবার পরে অবস্থার আরো অবনতি ঘটে এবং রোববার সকালে তিনি ইন্তেকাল করেন। আনিছুর রহমান দুলাল ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আনিছুর রহমান দুলাল দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে মহানগর আওয়ামী লীগের সদস্য ও বাকসু’র সাবেক সমাজসেবা সম্পাদক সহ বহু পদে দায়িত্ব পালন করেছেন। রোববার বিকেলে তার মরদেহ বরিশালে পৌছলে এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের সিএন্ডবি রোডস্থ টিটিসির বাসার সামনে ভীড় করেন। আনিচুর রহমানের লাশ দেখে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। তার মৃত্যুর খবর শুনে তার বাসভবনে ছুটে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম এমপি। তিনি দুলালের বৃদ্ধা মাকে সান্তনা দেন এবং পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। বাদ এশা মরহুমের বাসভবনের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, এ্যাড. তালুকদার মো: ইউনুস, এ্যাড. একেএম জাহাঙ্গীর, কাউন্সিলর হুমায়ুন কবির, জিয়াউর রহমান বিপ্লব, আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, এনামুল হক বাহার, জাকির হোসেন ভুলু, জাকির মোল্লা, জয়নাল আবেদীন, সাঈদ আহমেদ মান্না, শ্রমিক লীগ নেতা শাহজাহান হাওলাদার, এ্যাড. লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন শহিদ, সাবেক কাউন্সিলর মো: শহিদ তালুকদার, সামজিদুল কবির বাবু প্রমূখ। জানাজার নামাজ শেষে মরহুম দুলালকে চৌমাথা মারকাজ মসজিদ সংলগ্ন গোরস্থানে একমাত্র পুত্রের কবরের পাশে দাফন করা হয়। আনিছুর রহমান দুলারের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী পদ মর্যাদায় থাকা আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো: মইদুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, এ্যাড. বলরাম পোদ্দার প্রমূখ।