3:46 pm , September 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সদররোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর মহিলা দল ও বরিশাল উত্তর জেলা মহিলা দলের যৌথ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বরিশাল মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সুফিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর মহিলাদলের সাধারন সম্পাদিক পাপিয়া পারভীন, উত্তর জেলা মহিলাদলের আহবায়ক চৌধুরী শরীফা নাসরিন, সদস্য সচিব লিপি নাসরিন, মহানগর মহিলা দলের সাবেক সভাপতি ফারহানা তিথি। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।