3:45 pm , September 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর শ্রমিকদলের তিনটি ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাত ১০ টায় সদররোডস্থ দলীয় কার্যালয়ে বসে ২০,২১ ও ৭ নং ওয়ার্ড শ্রমিকদলের কমিটি ঘোষণা করা হয়। মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামের উপস্থিতিতে মোঃ হুমায়ন কবির মাসুদ আহবায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ২০ নং ওয়ার্ড, মোতালেব মৃধাকে আহবায়ক ও জাকির আকনকে সদস্য সচিব করে ২১ নং ওয়ার্ড এবং সাইফুল ইসলাম কে আহবায়ক ও মিন্টু মৃধাকে সদস্য সচিব করে ৭ নং ওয়ার্ড শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদলের সদস্য শহিদুল ইসলাম তালুকদার, রেজাউল ইসলাম মিরন, হারুন অর রশিদ,সুলতান শরীফ, আব্দুল খালেক, আলতাফ হোসেন।