3:45 pm , September 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলো : নগরের ধান গবেষনা রোড খেয়াঘাট এলাকার বাসিন্দা কালাম ও সিরাজ। এরমধ্যে কালাম বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিসসহায়ক পদে চাকরি করছেন। কোতয়ালি মডেল থানার এসআই রাকিব হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যায় নগরীর ধান গবেষনা রোডের মাদ্রাসার সামনের সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় কালাম ও সিরাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে জুয়েল ও আকাশ নামে আরও দুজন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া দুজনসহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আটককৃত দুজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।