ইয়াবাসহ শেবাচিমের কর্মচারী আটক ইয়াবাসহ শেবাচিমের কর্মচারী আটক - ajkerparibartan.com
ইয়াবাসহ শেবাচিমের কর্মচারী আটক

3:45 pm , September 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলো : নগরের ধান গবেষনা রোড খেয়াঘাট এলাকার বাসিন্দা কালাম ও সিরাজ। এরমধ্যে কালাম বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিসসহায়ক পদে চাকরি করছেন। কোতয়ালি মডেল থানার এসআই রাকিব হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যায় নগরীর ধান গবেষনা রোডের মাদ্রাসার সামনের সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় কালাম ও সিরাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে জুয়েল ও আকাশ নামে আরও দুজন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া দুজনসহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আটককৃত দুজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT