3:44 pm , September 9, 2023

মোঃ আফজাল হোসেন, ভোলা ॥ ভোলার ইলিশা মেঘনার পাড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রাসেল নামে এক জেলেকে কুপিয়ে হত্যা করেছে রিয়াজ নামের অপর এক জেলে। পুলিশ ঘাতক রিয়াজ হোসেনকে আটক করেছে। গতকাল সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার ইলিশার চডার মাথা নামক স্থানে এ হত্যাকান্ড ঘটনা ঘটে। ওই সময় মেঘনা নদীর পাড়ে বসে জেলেরা জাল বুনতে ছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায় রিয়াজ তার হাতে থাকা চাকু দিয়ে রাসেলের মাথায় আঘাত করে। পরে অপর জেলেরা রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রিয়াজ হোসেনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে এসেছি। আরো তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।