ভান্ডারিয়ায় ছেলের হাতে পিতা আহত ॥ গ্রেপ্তার ২ ভান্ডারিয়ায় ছেলের হাতে পিতা আহত ॥ গ্রেপ্তার ২ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ছেলের হাতে পিতা আহত ॥ গ্রেপ্তার ২

3:42 pm , September 9, 2023

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় সম্পত্তির লোভের কারণে একই পিতার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন। গত ৬ সেপ্টেম্বর দুপুরে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া নলকাটা গ্রামের আব্দুল খালেক ফরাজী দুই স্ত্রী থাকায় তাদের সন্তানদের মধ্যে সম্পত্তি দখল করতে গেলে প্রথম স্ত্রীর সন্তান মনিরুজ্জান এর নেতৃত্বে বাবা ও সৎ ভাইয়ের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে গুরুত আহত করে। এ সময় বাবাসহ আটজন গুরুতর আহত হয়। এঘটনায় জানাগেছে আব্দুল খালেক ফরাজীর দুইজন স্ত্রী থাকায় সম্পত্তি নিয়ে স্ত্রী-সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এক পর্যায় তাদের মধ্যে শালিশ বৈঠক হলেও তাদের মিমাংসা না হয়ে আদালত পর্যন্ত মামলা গড়ায়। মামলায় কোন সিদ্ধান্ত না হওয়া তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ০৬ সেপ্টেম্বর দুপুরে প্রথম স্ত্রীর সন্তান মনিরুজ্জামানের নেতৃত্বে বেশ কয়েজন ভাড়াটিয়া লোকজন নিয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তান মো. জাহিদুল ইসলাম এর উপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে বাবা মিমাংসা করা চেষ্টা করলে তখন তাকেসহ দ্বিতীয় স্ত্রী সন্তানদের উপর অমানুষিক হামলা করে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় আহত হলেন, আব্দুল খালেক ফরাজি (৮৩), মো. জাহিদুল ইসলাম (৪২), মো. ইয়াসিন আরাফাত (১৭), তাহুরা আক্তার (২২), মোসা. দুলু বেগম (৩৫), মো. বেলাল সিকদার (৩৫), মো. হাসান সিকদার (২৮) ও মো. রায়হান হাওলাদার (২২)। আহতদের মধ্যে আশংক্ষাজনক থাকায় প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হলে পরে তাদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জামান জানান, এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ছেলের স্ত্রী দুলু বেগম বাদী হয়ে সাতজন এজাহারভুক্ত ও আজ্ঞাত ৩জন সহ মোট ১০জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় রওশনারা বেগম (৪২) ও ফাতিমা আক্তার (২০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT