বরিশাল নগরী নারীবান্ধব হবে -লুনা আব্দুল্লাহ বরিশাল নগরী নারীবান্ধব হবে -লুনা আব্দুল্লাহ - ajkerparibartan.com
বরিশাল নগরী নারীবান্ধব হবে -লুনা আব্দুল্লাহ

3:39 pm , September 9, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর সহধর্মিণী নারী নেত্রী লুনা আব্দুল্লাহ বলেছেন, বরিশাল নগরীকে নারীবান্ধব হিসেবে তৈরি করতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণের সুপারিশ আমি মেয়র খোকন সেরনিয়াবাত এর কাছে করেছি। তিনি ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। ভবিষ্যতেও নারীদের প্রয়োজনীয় সবরকম বিষয় আমাকে জানাবেন, আমি তা সমাধানের চেষ্টা করবো। শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশালের বিডিএস মিলনায়তনে আয়োজিত সাপ্তাহিক জাগো নারী পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি নিজেও নগরীতে ঘুরে দেখেছি। এখানে ডে-কেয়ার ও বাস ও লঞ্চ স্টেশনে  ফিডার কক্ষ, নারী হাসপাতাল, লেডিস হোস্টেল এগুলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি। মেয়র মহোদয় ইতিমধ্যেই নগরীর উন্নয়নে ঢাকা থেকে প্রকৌশলী এনে কাজ শুরু করে দিয়েছেন। পরে তিনি  সংবর্ধনা প্রাপ্ত নারী কাউন্সিলরদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন। বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের নবনির্বাচিত ১০ জন নারী কাউন্সিলরকে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের জয়ী হওয়াকে অন্যদের জন্য  উদাহরণ হিসেবে উপস্থাপন করতে ২৯১৮ সালে একই আয়োজন করেছিলেন সাপ্তাহিক জাগো নারীর সম্পাদক গোপাল সরকার। তাদের এই আয়োজনের ভূয়শী প্রশংসা করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। একইসাথে জাগো নারী পত্রিকার নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে মেয়র পতœীর সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা রহিমা সুলতানা কাজল,  সহ সম্পাদক অপর্ণা খান এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ। খেলাঘর বরিশাল এর সহ সভাপতি কাজী সেলিনার সঞ্চালনায় এবং সাপ্তাহিক জাগো নারী পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এমএম আমজাদ হোসাইন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। ১০ টি ওয়ার্ডের নবনির্বাচিত নারী কাউন্সিলরদের (সংরক্ষিত) প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর ডালিয়া পারভীন সাথী, ইসরাত জাহান লাভলী, মজিদা বোরহান, সেলিনা পারভীন ও রাশিদা পারভীন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT