গত অর্থ বছরে বরিশালে ২ হাজার ১১৫ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি গত অর্থ বছরে বরিশালে ২ হাজার ১১৫ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি - ajkerparibartan.com
গত অর্থ বছরে বরিশালে ২ হাজার ১১৫ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি

3:38 pm , September 9, 2023

বিশেষ প্রতিবেদক ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি গত অর্থ বছরে বরিশাল অঞ্চলের পল্লী এলাকায় সড়ক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন প্রকল্পে প্রায় ২ হাজার ১১৫ কোটি টাকা ব্যয়ে ৬৪টি প্রকল্পের কাজ প্রায় শতভাগ বাস্তবায়ন করেছে। বরিশাল অঞ্চলের ৪২টি উপজেলায় সেতু/কালভাট নির্মান,খাল ও পুকুর খনন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মান, গ্রোথ সেন্টার ও হাট-বাজার, প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস,সাইক্লোন শেল্টার ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসভবন নির্মান ছাড়াও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহের সংরক্ষন সহ ২৪টি মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর নির্মান কাজ সম্পন্ন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষন নিশ্চিত হচ্ছে। ফলে এক সময়ের পিছিয়ে পরা বরিশাল অঞ্চলের দুর্গম এলাকায়ও এখন অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত হচ্ছে।
গত অর্থ বছরে বরিশাল জোনের ৬টি জেলার ৪২টি উপজেলায় ৬৪টি প্রকল্পের বিপরীতে সরকার ও দাতা সংস্থার তহবিল থেকে বরাদ্দের প্রায় পুরোটাই ব্যয় সহ লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী । তিনি জানান, গত অর্থ বছরে বরিশাল জোনের ৬৪টি প্রকল্পের বিপরীতে সরকারের বিভিন্ন তহবিল থেকে মোট বরাদ্দের পরিমান ছিল ২ হাজার ১১৪ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্যে ২ হাজার ৭৫ কোটি টাকারও বেশী ব্যয় সহ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ সমূহ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
বাস্তাবায়িত প্রকল্পগুলোর মধ্যে পল্লী এলাকার সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে বলেও জানান এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি জানান, গত অর্থ বছরে বরিশাল বিভাগের ৪২টি উপজেলায় সড়ক রক্ষণাবেক্ষণের আওতায়ই শুধু ১৯৩ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দের বিপরীতে প্রায় ১৮৫ কোটি টাকা ব্যয়ে বিপুল সংখ্যক পল্লী সড়ক অবকাঠামোর রক্ষণাবেক্ষণ সম্পন্ন হয়েছে। এদিকে এলজিইডি বরিশাল অঞ্চলে গত প্রায় ১৫ বছরে ২ হাজার ১৪০ কিলোমিটার পল্লী সড়ক উন্নয়ন ছাড়াও ১ হাজার ৬৬৫ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করেছে বলে জানা গেছে। এসময়ে  বরিশাল অঞ্চলে ১শ মিটারের ওপরে ৪ সহ¯্রাধিক বৃহৎ সেতু নির্মান সম্পন্ন করেছে। একই সাথে পল্লী অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষনকারী দপ্তরটি বরিশাল অঞ্চলে আরো ১৪ হাজার ২৮৯টি সেতু ও কালভার্ট নির্মান করেছে। এলজিইডি বরিশাল অঞ্চলের ৪২টি উপজেলায়  ৮টি নতুন  উপজেলা পরিষদ ভবন ছাড়াও ৫৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং ৫১টি নতুন হাট/বাজার ও গ্রোথ সেন্টারের নির্মান কাজ সম্পন্ন করেছে। ৯৮৫টি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মান ছাড়াও ‘ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা সৃষ্টির লক্ষে বিভিন্ন অবকাঠামো নির্মান করেছে বলেও জানা গেছে। এলক্ষ্যে ৬টি স্লুইজ গেট ও রেগুলেটরও নির্মান করা হয়েছে।  ৫১২ কিলোমিটার খাল খনন করা হয়েছে। আর্সেনিকযুক্ত ও লবনাক্ত এলাকায় সুপেয় পানি সরবরাহের লক্ষে এলজিইডি বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকায় ৬০টি পুকুরও খনন করে দিয়েছে। দুর্যোগ প্রবন বরিশাল অঞ্চলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতোমধ্যে ১৪৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মান ছাড়াও পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩’এর আওতায় সাড়ে ৩ হাজার প্রকল্প বাস্তবায়ন করেছে। বরিশালে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট-বারটন’এর ভবন নির্মান কাজও সম্পাদন করেছে ইতোপূর্বে। প্রতিষ্ঠানটি বরিশালের গৌরনদী উপজেলার সাথে মুলাদী হয়ে হিজলার সড়ক যোগাযোগ সৃষ্টির লক্ষে কুতুবপুরে আড়িয়াল খাঁ নদের ওপর ৬৯২ মিটার দীর্ঘ একটি ‘পিসি গার্ডার টাইপ’ ব্রীজ নির্মান কাজ শুরু করতে যাচ্ছে। প্রায় ৯২ কোটি টাকা ব্যয়ে ৫শ মিটার সংযোগ সড়ক সহ এ সেতুটির নির্মান কাজ ২০২৬ সালের জুনের মধ্যে শেষ হবার কথা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT