4:16 pm , September 8, 2023

ভোলা অফিস ॥ সরকারকে বিদায় না করে আমরা ঘরে ফিরবো না। এক দফা দাবীতে সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে এবং সকল কারাবন্দি নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেয়ার দাবী জানান তারা। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলা কৃষক দলের পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন। এ সময় তিনি বলেন, সারা দেশ আজ একটি কারাগারে পরিনত হয়েছে। সরকারের হিংস্র থাবা থেকে বাদ যাচ্ছে না কেউ। যারাই তাদের মতামতের বিপক্ষে যাচ্ছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। ভোলার কৃতি সন্তান বিশিস্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে টার্গেট করে তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে। আমি তার মুক্তি কামনা করছি। শুধু তারই নয়, বিএনপির যতই নেতাকর্মীদের আটক করে কারাগারে রেখেছে জুলুমবাজ সরকার তাদের সকলেরই মুক্তি কামনা করছি। জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আক্তার হোসেন সেন্টু, বিশেষ বক্তা ছিলেন,বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পদক রফিকুল ইসলাম,ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ন-সম্পাদক হুমায়ুন কবির সোপান,এনামুল হক,বশির আহমেদ প্রমুখ। পরে ভোলা সদর কৃষক দলের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।