4:16 pm , September 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে বাবা-মায়ের সাথে অভিমান করে এইচএসসি পরিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে নিজেদের নির্মাণাধীন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী রাকিব হাওলাদার (১৮) উপজেলার লক্ষণকাঠী গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। সে শিকারপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
পরিবারের বরাতে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, পড়ালেখা নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মা-বাবার সাথে অভিমান করে না খেয়ে ঘুমিয়ে পরে রাকিব। ভোরে নিজেদের নির্মানাধীন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাকিব। খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে পরিদর্শক হেলাল জানিয়েছেন।