মেয়ের সন্ধান পেতে থানায় ডিজি বাবার মেয়ের সন্ধান পেতে থানায় ডিজি বাবার - ajkerparibartan.com
মেয়ের সন্ধান পেতে থানায় ডিজি বাবার

4:12 pm , September 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়নের আইচা গ্রাম থেকে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছে এক সন্তানের জননী সাদিয়া আক্তার তানু (২৬)। সে ওই এলাকার শামসুল হক হাওলাদারের মেয়ে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় সাধারন ডায়েরী করেছেন তানুর বাবা। শামসুল হক বলেন, সাড়ে ৫ বছর পূর্বে তার মেয়েকে বিয়ে দেয়া হয়। সেখানে তার একটি নাতী রয়েছে। বিয়ের সময় মেয়ের জামাই রুবেল ঘরামী তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা যৌতুক নেয়। ওই টাকা শেষ হওয়ার পর তার মেয়েকে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু নাতী রয়েছে রুবেলের কাছে। ১৯ দিন পূর্বে আছরবাদ তার মেয়ে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সেই থেকে তার মেয়ের সন্ধান চালিয়ে আসছেন। কিন্তু কোথাও তাকে খুজে পাচ্ছেন না। এ ঘটনায় ২৮ আগস্ট বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় সাধারন ডায়েরী করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT