এবার রডের পরিবর্তে সুপারী গাছের চেরা ! এবার রডের পরিবর্তে সুপারী গাছের চেরা ! - ajkerparibartan.com
এবার রডের পরিবর্তে সুপারী গাছের চেরা !

4:11 pm , September 8, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে আয়রন ব্রিজ মেরামত কাজের স্লাব তৈরিতে রডের পরিবর্তে সুপারী গাছের চেরা ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। কাউখালী উপজেলার  সদর ইউনিয়নের কাঠালিয়া-গোসনতারা এলাকার নুরুল ইসলামের বাড়ীর সামনে ব্রিজ মেরামতের কাজে ওই স্লাব ব্যবহার করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ব্রিজের তিনটি স্লাব ভেঙ্গে গেছে। প্রতিটি স্লাবে রডের পরিবর্তে ৫টি করে সুপারী গাছের চেরা দিয়ে স্লাব ঢালাই করা হয়েছে। ব্রিজের প্রায় সবগুলো স্লাবই ফেটে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীন এডিপির আওতায় কাউখালী ইউনিয়নে ৬ টি উন্নয়ন কাজের একটি ওই ব্রিজ মেরামত কাজ। মেসার্স হালিমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী লাভলু খান ওই ব্রিজ মেরামত কাজ বাস্তবায়ন করেন। কার্যাদেশ মোতাবেক ২০২২ সালের ২০ জুন কাজ শেষ করা হয়। সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা আব্দুল লতিফ সহ  উপস্থিত এলাকাবাসী জানান কাজ করে যাওয়ার পর থেকেই স্লাবগুলোতে ফাঁটল দেখা দেয়। তিনদিন পূর্বে তিনটি স্লাব ভেঙ্গে পড়লে এ দৃশ্য দেখে এলাকাবাসী অবাক। এ খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেন। এ বিষয়ে ঠিকাদার লাভলু খান বলেন, এক থেকে দেড় বছর আগের ঘটনা এখন কি বলবো। তিনি নিজে কাজ করেননি। ওই কাজ অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন স্লাব যখন ঢালাই দেয় তখন উপজেলা প্রকৌশলী বা তার প্রতিনিধিরা দেখেননি কেন। এখন সমস্যার কথা বললে হবে কিভাবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, তিনি ৮মাস এখানে এখানে যোগদান করেছেন। কাজটি হয়েছে ২০২১-২২ অর্থ বছরে। খবর পেয়ে আমি ফাইল ঘেঁটে দেখেছি। কাজটি আমাদের অফিস থেকে বাস্তবায়ন হয়নি। অন্য কোন প্রকল্পের হতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা বলেন, খবর পেয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমি ঘটনাস্থলে গিয়ে অবস্থা দেখে অবাক হয়েছি। উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে এ বিষয়ে আলোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবো। এ বিষয়ে উপজেলা চেযারম্যান আবু সাইদ মনু মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে ইউএনও কে নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করেছি। তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT