4:09 pm , September 8, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে কয়েক ঘন্টার ব্যবধানে ৩ বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়, রাত ১টা এবং শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাটামারা ইউনিয়নের তয়কা ও টুমচর গ্রামের তিন বাড়িতে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাগুলো খড়ের গাঁদা, লাকড়ীর ঘর ও বাথরুমে ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। এঘটনায় বাটামারার তয়কা ও টুমচর গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তয়কা গ্রামের মৃত গনি খানের ছেলে আফজাল খানের খড়ের গাঁদার মধ্যে রাখা প্রায় ২০টি বোমা বিস্ফোরণ হয়। বোমায় খড়ের গাঁদা উড়ে গেছে। ওই ঘটনার সাড়ে ৩ঘন্টা পরে রাত ১টার দিকে একই গ্রামের মোতালেব ভূঁইয়ার ছেলে মোমিন ভুঁইয়ার লাকড়ীর ঘরে পর পর ১৫/১৬টি বোমা বিস্ফোরিত হয়। গভীর রাতে বোমার শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুমচর গ্রামের হাকিম সিকদারের ছেলে নাসির সিকদারের বাথরুমের মধ্যে ১৬/১৭টি বোমার বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরনের পর বাটামারা জাগরনী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বোমা বিস্ফোরণের আলামত জব্দ করেন। স্থানীয়দের ধারণা বাটামারা ইউনিয়নে শান্তি সমাবেশের পর বোমা হামলা বন্ধ হলেও কিছু লোক বোমা গচ্ছিত রেখেছিলো। যা প্রচ- গরমের ফলে বিস্ফোরণ হচ্ছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বোমা বিস্ফোরণের ঘটনা শুনেছি এবং ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।