বরিশালে মাছের দামে আগুন, ডিমের ডজন ১৫০, আজ থেকে আরো বাড়তে পারে গ্যাসের দাম বরিশালে মাছের দামে আগুন, ডিমের ডজন ১৫০, আজ থেকে আরো বাড়তে পারে গ্যাসের দাম - ajkerparibartan.com
বরিশালে মাছের দামে আগুন, ডিমের ডজন ১৫০, আজ থেকে আরো বাড়তে পারে গ্যাসের দাম

4:06 pm , September 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সাধারণ মানুষের আমিষের চাহিদার অন্যতম উৎস মাছের দামে নেই স্বস্তি। পাঙ্গাস বাদে বেড়েছে অন্যান্য মাছের দাম। পাশাপাশি ডিমের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।এদিকে কয়েকদফা বাড়ার পর আজ শনিবার থেকে সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে বাড়তে পারে বলে আভাস দিয়েছেন গ্যাস বিক্রেতারা। গতকাল শুক্রবার সরেজমিনে নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ মাছের দাম বেশি।বাজারে চাষের রুই ৩৫০ টাকা, ইলিশ প্রতি কেজি ১৬০০ থেকে ১৮০০ টাকা, ট্যাংরা ১২০০ টাকা, বোয়াল মাছ ১৩০০ টাকা, দেশি শিং ১০০০ টাকা, চাষের শিং ৪০০-৫০০ টাকা, কাচকি ৭০০ টাকা, পাবদা ৬০০ টাকা, বাইলা ১০০০ টাকা, রূপচাঁদা ১১০০ টাকা, মলা মাছ ৬০০ টাকা। এছাড়া গরিবের মাছ পাঙ্গাস বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকায়। দাম বেশি থাকা প্রসঙ্গে বেশ কয়েকজন বিক্রেতা জানান, যে আড়ত থেকে মাছ আনা হয়, সেখানেই দাম বেশি। আর আগের চেয়ে সাপ্লাই কিছুটা কমে গেছে। অতিরিক্ত দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, মাছের এতো দাম দেখে ভড়কে গিয়েছি। এই দামে মাছ কিনলে তো বাকি মাস চলতে পারব না।ন আরেক ক্রেতা সৈয়দ রাকিব বলেন, এসেছিলাম একটু বেশি করে মাছ কিনে নিয়ে যেতে। তবে যে দাম, সেক্ষেত্রে হয়ত বাজেটের অর্ধেক কিনতে হবে। অপরদিকে ডিমের দামও রয়েছে বাড়তির দিকে। ফার্মের ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, দেশি ডিম ১৮০ টাকা, হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ২১০ টাকায়। মাংসের বাজারে গেলে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ টাকা, পাকিস্তানি মুরগি ৩১০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা। এছাড়া গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০০০ টাকায়। গরুর মাংস বিক্রেতা সেলিম বলেন, মাংসের দাম আগের মতোই আছে। অন্যান্য দিন কম বিক্রি হলেও শুক্রবারে একটু ভালো বিক্রি হয়।এদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশী টাকায় বিক্রি হওয়া ১২ কেজির গ্যাসের সিলিন্ডার আজ শনিবার থেকে আরেক দফা বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বিক্রেতা জানান চাহিদা অনুযায়ী সিলিন্ডার সাপ্লাই দিচ্ছেনা কোম্পানীগুলো।তাই শনিবার থেকে সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে বৃদ্ধি পাওয়ার অঅভাস দিয়েছেন বিক্রেতারা। সংকটের অজুহাতে আজ থেকে বেড়ে গেলে এখন থেকে প্রতি সিলিন্ডার ১৫০০ টাকার উপরে কিনতে হবে ক্রেতাদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT