বরিশালে ইপিজেডে উত্তরা মোটর্সের কারখানা হবে বরিশালে ইপিজেডে উত্তরা মোটর্সের কারখানা হবে - ajkerparibartan.com
বরিশালে ইপিজেডে উত্তরা মোটর্সের কারখানা হবে

4:05 pm , September 8, 2023

লায়লা মোটর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ইপিজেড নির্মাণ হলে উত্তরা মোটর্স সেখানে নিজস্ব কারখানা নির্মাণ করবে। পটুয়াখালী ইপিজেডও আমরা ঘুরে দেখেছি। সেখানেও কারাখানা স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে। উত্তরা মোটর্স বাংলাদেশেই উন্নত মানের মোটরসাইকেল ও গাড়ি তৈরি করছে বলে জানালেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। শুক্রবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডে লায়লা মোটর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, উত্তরা মোটরস ইতিমধ্যেই চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে জাপানের সুজুকি ব্র্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে গাড়ি তৈরির কাজ শুরু করেছে। সুবিধা পেলে আমরা বরিশালেও কারখানা করবো। এ সময় তিনি লায়লা মোটর্সের উদ্বোধন করেন ও লায়লা গ্রুপের চেয়ারম্যান এবং এই আয়োজনের সভাপতি রফিকুল ইসলাম রানাকে ধন্যবাদ জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম খান গ্রুপের চেয়ারম্যান মো: মাহফুজ খান, উত্তরা মোটর্সের নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন, পরিচালক এবিএম হুমায়ুন কবির, চিফ অপারেটিং অফিসার শাহাদাৎ হোসেন, হান্নান মোল্লা সহ লায়লা গ্রুপের বিভিন্ন শাখা প্রশাখার কর্মকর্তাবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT