4:03 pm , September 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরবাড়িয়া ও শায়েস্তাবাদ ইউনিয়নে উন্নয়নমুলক কাজ পরিদর্শন এবং নদী তীরবর্তী মানুষের সাথে কথা বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার বিকেলে তিনি পরিদর্শন করেন। এ সময় নদীর তীরে জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খেদমত করতে পাঠিয়েছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।
সদর আসনের এ এমপি বলেন, এখানে তো আরো অনেক এমপি ছিলেন। তারা কি এমনভাবে কাজ করেছে। তারা কি এভাবে আপনাদের পাশে এসেছিলো।
জনতার কাছ থেকে সমস্বরে উঠে আসে “ না কখনো আসেনি, কাজ করেনি”। জবাবে প্রতিমন্ত্রী বলেন, যারা কাজ করে। তাদেরকে ভোট দিবেন। ভোট দেয়ার সময় এটা যেন মনে থাকে। তখন মন্ত্রী বলেন “নৌকা মার্কায় ভোট দিতে হবে”। নৌকার কোন বিকল্প নেই।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমি গুন্ডামী ও চাঁদাবাজি করতে আসেনি। আপনাদের খেদমত করতে এসেছি। ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু আমার আন্তরিকতার কোন ঘাটতি নেই।
প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক এমপির চরবাড়িয়া ও শায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পৌছুলে হাজারো মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এ সময় নদীর তীরবর্তী মানুষ প্রতিমন্ত্রীর স্তুতি গেয়েছেন। সাধারন মানুষের মন্তব্য কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি না থাকলে চরবাড়িয়া ইউনিয়েন পূর্ব অঞ্চল এখন কীর্তনখোলা নদীর মধ্যে চলে যেতো। তার কারনে চরবাড়িয়ার কয়েকটি গ্রাম রক্ষা পেয়েছে। যে গ্রাম আজ নদীর মধ্যে হারিয়ে যেতো। মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়তো। সেই গ্রাম এখন মানুষের পদভারে মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন স্থান থেকে মানুষ এখন ভীর করে চরবাড়িয়া ও শায়েস্তাবাদের নদীর তীরের সৌন্দর্য উপভোগ করতে। এটা সম্ভব হয়ে কর্নেল জাহিদ ফারুক শামীম এমপির জন্যই।