কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত - ajkerparibartan.com
কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

3:50 pm , September 7, 2023

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় মা এবং ছেলে আহত হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় বাদি হয়ে আহত নুরুন্নাহারের স্বামী মস্তফা মাতুব্বর বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত স্বপন পাহলানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে। প্রতিবেশী স্বপন পাহলান, তার স্ত্রী জাকিয়া সুলতানা, মেয়ে তন্বি মিলে মা-ছেলেকে ইট দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়। আহত নুরুন্নাহার বেগম (৪৫) এবং শফিকুল ইসলামকে (১৪) উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে এবং পরে বরিশাল শেবাচিম হাসপতালে প্রেরণ করা হয়।
কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বপন পহলানকে গ্রেফতার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT