3:49 pm , September 7, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক উদ্ধারের অভিযানে গিয়ে প্রথম অস্ত্র ও গুলি উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এই দপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের প্রথম মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পরিচালক এনায়েত হোসেন। অভিযানের সময় এক নারীকেও আটক করা হয়েছে। বুধবার রাতে ওই অভিযান চালানো হয়েছে রাজাপুর উপজেলায়।
আটক ওই নারী হলেন রোজিনা বেগম (২৮)। সে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার বাসিন্দা আলামিন হোসেনের স্ত্রী। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে রোজিনার স্বামী আলামিন হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের আলামিন মাদক ও অস্ত্র বিক্রি করে। এ সংবাদের ভিত্তিতে একটি দল আলামিনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় ১৫ বোতল ফেন্সিডিল, ১০ রাউন্ড তাজা গুলি ও দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে সহকারী পরিচালক জানিয়েছেন। স্বামী ও স্ত্রীকে আসামী করে করা মামলায় বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক হোসেন।