3:48 pm , September 7, 2023

হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলায় নিখোঁজ যুবক জুয়েল মাঝির (১৬) সন্ধান মেলেনি গত ১০ দিনেও।
নিখোঁজ জুয়েল উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের শংকরপাশা গ্রামের হাকিম মাঝির ছেলে।
এ ঘটনায় নিখোঁজ জুয়েলের মা বাদী হয়ে হিজলা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
নিখোঁজ জুয়েলের মা শাহনাজ বেগম জানান, গত ২৮ শে আগস্ট সন্ধ্যার পরে নদীতে মাছ ধরতে যায়। পরের দিন জুয়েলের নাম্বারে কল করলে মুক্তিপনের জন্য টাকা দাবী করে একটি চক্র। তখন ছেলের কাছে ফোন দিলে ছেলে তার জীবন বাঁচাতে চাইলে ১ লক্ষ ২০ হাজার টাকা চায়। তখন আমাকে একটি বিকাশ নম্বর দেয়।
এ ঘটনার পর ইউপি সদস্য লিটন রাঢ়ী থানায় যাওয়ার পরামর্শ দেন। তখন হিজলা থানায় একটি জিডি করি। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের জানান নিখোঁজের ঘটনায় সাধারন ডায়েরী করা হয়েছে। জুয়েলের সন্ধান পাওয়া যায়নি।